| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব ইসরাইলে চলতি সপ্তাহে হামলা করতে পারে ইরান;  আশঙ্কা আমেরিকার


ইসরাইলে চলতি সপ্তাহে হামলা করতে পারে ইরান;  আশঙ্কা আমেরিকার


রহমত নিউজ     13 August, 2024     04:46 PM    


চলতি সপ্তাহে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের ওপর বড় হামলা করতে পারে ইরান, এমন দাবি করেছে আমেরিকা।

আমেরিকার জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি বলেছেন, এই সপ্তাহেই ইসরায়েলের ওপর বড় ধরনের আক্রমণ করতে পারে ইরান।

তিনি বলেন, আমাদের প্রস্তুত থাকতে হবে। কারণ, ওই হামলা খুবই গুরুত্বপূর্ণ হতে পারে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ব্রিটেন, ফ্রান্স, জার্মানি ও ইতালির নেতাদের সঙ্গে কথা বলেছেন এবং গাজ্জায় যুদ্ধবিরতি এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানো নিয়ে কথা বলেছেন।

কিরবি বলেন, সব নেতাই আবার বলেছেন, ইসরাইলের নিজেকে রক্ষা করার অধিকার আছে। আর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ুক, সেটা তারা চান না। নেতারা বলেছেন, তারা এটাও চান না যে, ইরান বা তার সহযোগিরা কোনোরকম আক্রমণ করুক।

সোমবার প্রেসিডেন্ট বাইডেন ও ইউরোপের চার দেশের নেতাদের একটি যৌথ বিবৃতি জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, আমরা ইরানের কাছে আবেদন জানাচ্ছি, তারা যেন ইসরাইলকে আক্রমণ না করে। এই ধরনের আক্রমণ হলে আঞ্চলিক সুরক্ষার বিভিন্ন দিকগুলো নিয়েও আমরা আলোচনা করেছি।